শিরোনাম

আলিয়ার সঙ্গে রোমান্স, না বললেন ইমরান

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। জুটি বেঁধেছেন অনেক নায়িকার সঙ্গে। ২০০৪ সালে অনুরাগ বসুর পরিচালনায় নির্মিত সিনেমা মার্ডারের মাধ্যমে আলোচনায় আসেন ইমরান হাশমি। সিনেমাটিতে মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমির রোমান্স, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সিনে-পাড়ায় । এরপর আলিয়া ভাটের সঙ্গে সিনেমায় রোমান্সের প্রস্তাব দেওয়া হয়েছিল ইমরান হাশমিকে। তবে তা প্রত্যাখান করেন এই অভিনেতা।

২০১৬ সালে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ইমরান হাশমিকে। এক সাক্ষাৎকারে এই প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করেন তিনি।

সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, ‘আমি ভাই হিসেবে তার সঙ্গে কাজ করতে পারি, এর বাইরে অন্য কোনো কিছু আমাকে পীড়া দেবে। আমি আমার কাজিনের সঙ্গে রোমান্স করতে পারি না। আমার মনে হয় না এমনটা কেউ করেছে, এটা অস্বস্তিকর।’

ব্যক্তিগত জীবনে ইমরান হাশমি ইসলাম ধর্মের অনুসারী। আলিয়া ভাট হিন্দু ধর্ম অনুসরণ করেন। এসব সমীকরণ মিলিয়ে কেউ কখনো ভাবতেই পারেননি আলিয়া ভাট-ইমরান হাশমি সম্পর্কে চাচাত ভাই-বোন। তবে এখন সবার মনে প্রশ্ন আলিয়া ভাট এবং ইমরান হাশমির সম্পর্কের যোগসূত্র কোথায়?

সম্পর্কের যোগসূত্র ভারতীয় গণমাধ্যম কইমই থেকে জানা যায়, ইমরান হাশমির দাদি মেহেরবানু মোহাম্মদ আলী। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও মুকেশ ভাটের মা শিরিন মোহাম্মদ আলীর বোন মেহেরবানু।

শিরিন-মেহেরবানুর মা ছিলেন লখনৌর বাসিন্দা এবং তিনি একজন মুসলিম ছিলেন। আর তাদের বাবা ছিলেন তামিল ব্রাহ্মণ রাম শেষাদ্রি আয়াঙ্গার। আলিয়া ভাট মহেশ ভাটের কন্যা। মহেশ ভাট ইমরান হাশমির চাচা আর আলিয়া তার চাচাত বোন।

ইমরান হাশমিকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার থ্রি’ সিনেমায়। এ ছবিতে আইএসআইর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশন ঘরানার এই সিনেমা। এছাড়া তেলেগু ভাষার ‘জি-২’, ‘গ্রাউন্ড জিরো’ এবং‘আওয়ারাপান ২’ সিনেমাতেও অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি।

এছাড়াও দেখুন

আসছে রাজকুমার-ওয়ামিকার ‘ভুল চুক মাফ’

২০২৫ সালের শুরু থেকেই ম্যাডক ফিল্মস দর্শকদের একের পর এক চমক উপহার দিয়ে চলেছে। চলতি …