থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে এই ব্যক্তি?

থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে আবারও বড় পরিবর্তন এসেছে। মাত্র এক সপ্তাহ আগে আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ হারানো পেতোংতার্ন সিনাওয়াত্রা-কে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আনুতিন চার্নভিরাকুল।

শুক্রবার (২৯ আগস্ট) থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিনকে সংসদ সদস্যরা নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির জ্যেষ্ঠ নেতা চিকাসেম নিতিসিরি। তবে সংখ্যাগরিষ্ঠ এমপিরা আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন।

থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসন সংখ্যা ৪৯২। বিজয়ের জন্য কমপক্ষে ২৪৭ জন এমপির ভোট প্রয়োজন ছিল আনুতিনের, কিন্তু তিনি পেয়েছেন ৩১১টি ভোট।

উল্লেখ্য, নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে গত ২৯ আগস্ট থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা। তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং মাত্র এক বছরের মাথায় তাকে পদচ্যুত হতে হয়।

এছাড়াও দেখুন

জাতিসংঘে ড. ইউনূসের জোড়া বৈঠক।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক …