নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং আরও ২৪টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে। এসব প্ল্যাটফর্ম নেপালের সরকারের নিবন্ধন সংক্রান্ত নির্দেশিকা পূরণ করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বন্ধ করে দেওয়া মাধ্যমগুলোর মধ্যে রয়েছে: ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইউটিউব, এক্স (টুইটার), রেডডিট, লিংকডইন, ডিসকর্ড, পিন্টারেস্ট, সিগন্যাল, থ্রেডস, ওয়েচ্যাট, কোওরা, টাম্বলার, ক্লাবহাউস, রাম্বল, লাইন, ইমো, জালো, সোল, হামরো প্যাট্রো, এমআই ভিডিও, এবং এমআই ভাইক৩।
নেপাল সরকার জানিয়েছে, এই প্ল্যাটফর্মগুলো ভুয়া আইডির মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ ঘটাচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। বর্তমানে নেপালের তিন কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।
বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধন করায় সেগুলো নেপালে ব্যবহার করা যাচ্ছে।