সম্মানিত নেতা এরদোগান: ট্রাম্পের গভীর শ্রদ্ধা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবিলার জন্য ‘সম্মানিত নেতা’ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প এরদোগানকে ‘শক্ত’ এবং ‘স্পষ্ট ধারণার’ অধিকারী আখ্যা দিয়ে সিরিয়া সংকটের সমাধানে তাঁর ভূমিকার বিশেষ প্রশংসা করেন।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাতে এরদোগানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে এরদোগান প্রভাব রেখেছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন ইস্যুতেও এরদোগানের প্রভাবশালী অবস্থানকে স্বীকৃতি দেন ট্রাম্প। তিনি জানান, রাশিয়ান ও ইউক্রেনীয় নেতারাও এরদোগানকে সম্মান করেন। বৈঠকে দুই নেতার মধ্যে আঞ্চলিক সংকট, প্রতিরক্ষা সহযোগিতা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এরদোগানও বিশ্বাস প্রকাশ করেন যে, তুরস্ক ও যুক্তরাষ্ট্র একসঙ্গে আঞ্চলিক সমস্যা সমাধানে সক্ষম হবে।

এছাড়াও দেখুন

লাদাখে পুলিশের গাড়িতে আগুন: বিজেপি অফিসেও হামলা

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাজ্য মর্যাদার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার (২৪ …