পর্যালোচনা চলমান: দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানালেন স্মিথ।

গত আগস্ট মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল যে, গাজা ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য ইসরায়েলি বাহিনী মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজুর’ ব্যবহার করছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগগুলো দুটি মূলনীতির ভিত্তিতে পর্যালোচনা করে কিছু প্রমাণের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি অন্যতম। এসব প্রমাণের ভিত্তিতে মাইক্রোসফট আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে। স্মিথ বলেন, ভবিষ্যতে যেন মাইক্রোসফটের সেবা বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারিতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে।

এছাড়াও দেখুন

ক্রিকেট থেকে রাজনীতি: ইমরান খানের নতুন আক্রমণ

চলমান এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের বাজেভাবে হারের খবর পৌঁছে গেছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান …