গত আগস্ট মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল যে, গাজা ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য ইসরায়েলি বাহিনী মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজুর’ ব্যবহার করছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগগুলো দুটি মূলনীতির ভিত্তিতে পর্যালোচনা করে কিছু প্রমাণের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি অন্যতম। এসব প্রমাণের ভিত্তিতে মাইক্রোসফট আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে। স্মিথ বলেন, ভবিষ্যতে যেন মাইক্রোসফটের সেবা বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারিতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে।