ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নেপালের মতো একটি গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালে ‘জেন-জি’ তরুণরা গণঅভ্যুত্থান ঘটিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া সেই আন্দোলন প্রধানমন্ত্রীর কে পি শর্মা অলির সরকারের পতন ঘটিয়েছিল। বিক্ষুব্ধ তরুণরা মন্ত্রী-এমপিদের বাসভবন ও সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছিল।
ঠিক এমন আরেকটি গণঅভ্যুত্থানের ডাক দিয়ে বিজেপির সাবেক এই এমপি অর্জুন সিং বলেন, “নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা একটি বড় উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন।”
তার এই মন্তব্যের পর থেকে পশ্চিমবঙ্গে ব্যাপক তোলপাড় চলছে। উসকানির অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। অর্জুন সিংয়ের এই মন্তব্য রাজ্যটির রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে এবং তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এর কড়া সমালোচনা করেছে।