উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যে চলমান অবৈধ অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে জড়িত দুই দেশের দুটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং পাঁচজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে।
বিবৃতির তথ্য অনুযায়ী, ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দিয়েছে। এই বাণিজ্যের মূল মাধ্যম ছিল মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)। রয়্যাল শুন লেই-এর পরিচালক অউং কো কো উ এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু-সহ মোট পাঁচজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নেটওয়ার্ককে অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে।