শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সম্ভাব্য সকল ঝুঁকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। এরই অংশ হিসেবে দেশের সর্বমোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে ৩১,৫২৬টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব ফোর্সেস গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই নিরাপত্তা জোরদার করা হবে। রাজধানী ঢাকায় র্যাবের ৯৪টি টহল দলসহ সারাদেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। র্যাব সদর দপ্তর সার্বক্ষণিক এই কার্যক্রম পর্যবেক্ষণ করছে। র্যাব সকল নাগরিককে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো নাশকতার তথ্য পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।