সোহেল তাজ বিমানবন্দরে আটক: যুক্তরাষ্ট্র যেতে বাধা

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তার বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মিমি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। তবে ঠিক কবে এই ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি, কেবল জানিয়েছেন—’সম্ভবত বুধবার ঘটেছে।’ কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সেই বিষয়েও তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি, কেবল বলেছেন—’সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’ অন্যদিকে, বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ‘ভ্রমণরোধ’ (Travel Restriction) থাকার কারণে সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়াও দেখুন

ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ভোট কখন জানা যাবে ফলাফল?

ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ভোট কখন জানা যাবে ফলাফল?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন …