শিরোনাম

আকরাম খানকে বলা হয়েছিল তামিম মারা গেছেন

জীবন-মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে রিং পরানো হয়। বর্তমানে শঙ্কামুক্ত হলেও, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

তবে প্রথমে যখন খবরটি ছড়িয়ে পড়ে, অনেকের কাছেই সেটি ছিল ভীষণ বিভ্রান্তিকর ও আতঙ্কজনক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও তামিমের চাচা আকরাম খান জানালেন, তিনি শুরুতে এমন এক খবর শুনেছিলেন, যা তাকে স্তব্ধ করে দেয়।

বুধবার (২৬ মার্চ) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বললেন, ‘খবরটা যখন পেলাম, বিশ্বাস করতে পারিনি। প্রথমেই বলা হয়েছিল, তামিম আর নেই। কল্পনাও করতে পারিনি এমন কিছু শুনব! আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কিছুক্ষণ কোনো কিছু বোঝার অবস্থায় ছিলাম না। প্রায় ঘণ্টাখানেক বাসায় বসে ছিলাম, মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।’