পাকিস্তানের ক্রু বহনকারী একটি এলপিজি ট্যাংকার জাহাজে দখলদার ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি
। শনিবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।
ট্যাংকারটিতে মোট ২৭ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জন পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কার এবং একজন নেপালের নাগরিক। হামলার সময় জাহাজটি ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল।
মহসিন নাকভি এক্সে (পূর্বে টুইটার) জানিয়েছেন, গত ১৭ সেপ্টেম্বর (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে এই হামলা ঘটে। ড্রোন হামলায় জাহাজটির এলপিজি বিস্ফোরিত হয়ে আগুন ধরে গিয়েছিল, যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন।
ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যার ফলে দুই পক্ষের মধ্যে অসংখ্য হামলা-পাল্টা হামলা হয়েছে।
Rang Tv News & entertainment
