দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বেড়ে এখন ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে স্বর্ণের দাম কখনোই এত বাড়েনি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানিয়েছে। বাজুস-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। স্বর্ণের এই নতুন দাম ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে কার্যকর হবে। ক্রেতাদের এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরিও যুক্ত করতে হবে।
Rang Tv News & entertainment
