যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ জনে।
স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, প্রার্থনা চলাকালীন হামলাকারী গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন, এরপর এলোপাতাড়ি গুলি চালান এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন।
গুলিবর্ষণে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত আটজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কয়েক ঘণ্টা পরে, গির্জার পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রধান জানিয়েছেন, হামলার সময় গির্জায় কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন এবং এখনও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন।
আরো দেখুন বেলুচিস্তান: শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জনের মৃত্যু।
Rang Tv News & entertainment
