মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৭৭০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি।
বুধবার (৩ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, “অপস বেলাঞ্জা” নামের এই অভিযানে ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। মাত্র দুই ঘণ্টার এই অভিযানে পুরো বুকিত বিনতাং এলাকা ঘিরে ফেলা হয় এবং পর্যটকে ভরা সড়কগুলো লকডাউন করে তল্লাশি চালানো হয়।
অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান জানান, অভিযানে মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। আটককৃতদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি (৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী)। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন এবং ইন্দোনেশিয়ার ১৯ জনসহ আরও কয়েক দেশের ৯ জন রয়েছেন।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার মতো অভিযোগ রয়েছে। অভিযান চলাকালীন একটি অনলাইন জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে বিদেশি শ্রমিকরা গোপনে জুয়া খেলছিল।
বাসরি ওসমান বলেন, “বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত শ্রমিকদের হটস্পট। তিন সপ্তাহ পর্যবেক্ষণের পর এই অভিযান চালানো হয়েছে।” আটককৃতদের প্রাথমিক যাচাই শেষে আটক কেন্দ্রে পাঠানো হবে। ভবিষ্যতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও তিনি জানিয়েছেন।