আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের জন্য এক বিকল্প বিমানপথ বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি তেল আবিব থেকে যাত্রা করার সময় অধিকাংশ ইউরোপীয় দেশের আকাশসীমা এড়িয়ে চলেছেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিতে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে নেতানিয়াহু এক বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর নেতাদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “যারা খুনি, শিশু হত্যাকারী ও দুষ্কৃতকারীদের নিন্দা না করে বরং তাদের রাষ্ট্র দিতে চায়, আমি তাদের কঠোরভাবে নিন্দা জানাব। এটি কখনো ঘটতে দেওয়া হবে না।”
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর বিমান “উইং অব জায়ন” গ্রেপ্তার ঝুঁকি এড়াতে দক্ষিণের সর্বনিম্ন রুট ধরেছে। বিমানটি গ্রীস ও ইতালির ওপর দিয়ে স্বল্প সময়ের জন্য উড়লেও ফ্রান্স এবং স্পেনের আকাশসীমা পুরোপুরি এড়িয়ে গেছে, যার ফলে ফ্লাইটের সময় বেড়েছে। এর কারণ, কয়েকটি ইউরোপীয় দেশ—স্লোভেনিয়া, আয়ারল্যান্ড এবং ইতালি—জানিয়েছে যে তারা আইসিসির পরোয়ানা কার্যকর করবে। ফ্রান্স আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলেও, পরোয়ানা কার্যকর থাকায় নেতানিয়াহু ঝুঁকি নেননি। অন্যদিকে, হাঙ্গেরি নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে আইসিসির সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছে।