উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ক্রমাগত ভারী বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান নিশ্চিত করেছেন, হ্রদ থেকে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।
বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৮.৪৬ এমএসএল (মিনস সি লেভেল), যা বিপৎসীমার উপরে। এই কারণে চতুর্থবারের মতো বিকেল ৩টা ৫০ মিনিটে কেন্দ্রের সব গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এর আগে, চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয়বারের মতো একই সংখ্যক গেট খুলে পানি ছাড়া হয়েছিল। কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যা বা জলাবদ্ধতার ঝুঁকি এড়াতে এই সতর্কতা অবলম্বন করা জরুরি ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষ্কাশন প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।