চাকরিবিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী ব্যাংকের ২০০ কর্মীকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মীকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে।
এই কর্মীদের বেতন-ভাতা ঠিকই থাকবে, কিন্তু তারা কোনো দায়িত্ব বা কর্মস্থলে থাকতে পারবেন না। এই ঘটনা ব্যাংকটির অভ্যন্তরে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে।
বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে এসব কর্মী ছাঁটাই এবং ওএসডি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছাঁটাইয়ের উদ্দেশ্যে পরীক্ষা নেওয়ার ঘটনা দেশে এই প্রথম।
ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর কোনো পরীক্ষা ছাড়াই হাজারো কর্মীকে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছিল।
বেশিরভাগ নিয়োগ পেয়েছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দারা। বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মীই ওই অঞ্চলের মানুষ।
Rang Tv News & entertainment
