ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এই অবরোধের ফলে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে দূরপাল্লার অসংখ্য যানবাহন আটকে আছে, এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-খুলনা মহাসড়কে এই অবরোধ শুরু হয়। আন্দোলনকারীরা মহাসড়কের ওপর সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবেন না এবং এটি প্রত্যাহার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এলাকাবাসীর অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের মাধ্যমে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করেছে। এর বিরোধিতা করেই তারা এই আন্দোলন করছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “আমরা অনেকটা অসহায়। দাবি পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না।” অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, “বিক্ষুব্ধরা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ৪টি পয়েন্টে মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে। ভাঙচুরের চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়, যা স্থানীয় প্রশাসনের এখতিয়ারের বাইরে। তাদের দাবি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, কিন্তু এখনো কোনো নির্দেশনা আসেনি।
সীমানা পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তের প্রতিবাদে এর আগেও ভাঙ্গায় কয়েক দফা সড়ক অবরোধ করা হয়েছে। হাইকোর্টে এ বিষয়ে একটি রিটও করা হয়েছে। তবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগেই জানিয়েছিলেন, এই ধরনের বিষয়ে আদালতে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।