ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং সরকারি স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
হাসপাতালের নথি অনুযায়ী, গত মঙ্গলবার ও বুধবার দুই কন্যাশিশু মারা যায়। যদিও তাদের জন্মগত রোগ ছিল, কিন্তু তাদের শরীরে ইঁদুরের কামড়ের স্পষ্ট দাগ পাওয়া গেছে। শিশুদের পরিবারের অভিযোগ, হাসপাতালে ইঁদুরের উৎপাত থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জন্মগত রোগকেই মৃত্যুর কারণ হিসেবে দায়ী করেছে, আর ইঁদুরের কামড়কে ‘ক্ষুদ্র আঘাত’ হিসেবে দেখিয়েছে।
এই ভয়াবহ ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মানবাধিকার কমিশনও আলাদা তদন্ত শুরু করেছে।
হাসপাতালের পক্ষ থেকে দুই নার্সকে বরখাস্ত করা হয়েছে, নার্সিং সুপারের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে এবং পেস্ট কন্ট্রোল সংস্থাকে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “সরকার শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।” তিনি অভিযোগ করেন, সরকার স্বাস্থ্য খাতকে অবহেলা করে বেসরকারি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে জনরোষ তীব্র আকার ধারণ করেছে।