চীনের নারী সেনাদের কুচকাওয়াজ দেখে মুগ্ধ হয়েছেন বিভিন্ন দেশের অতিথিরা। বুধবার (০৩ সেপ্টেম্বর) দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর উপলক্ষে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণের মধ্য দিয়ে এই কুচকাওয়াজ শুরু হয়। এতে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ ২৬টি দেশের নেতারা। নারী সেনাদের সুশৃঙ্খলতা এবং সামরিক দক্ষতা বিশ্বনেতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।