বৃহস্পতিবার , সেপ্টেম্বর ২৫ ২০২৫

নাইজেরিয়ায় ৬০ জন নিহত বহু যাত্রী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এক ভয়াবহ নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে টুংগান সুলে শহর থেকে ডুগা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল নৌকাটি। কাইনজি জলাধারের কাছে গাউসাওয়া এলাকায় ডুবে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে সংঘর্ষের কারণে নৌকাটি উল্টে যায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) জানিয়েছে, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল, যা দুর্ঘটনার মাত্রা আরও বাড়িয়েছে। নৌকাটিতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন, যারা সবাই একটি শোকসভায় যোগ দিতে যাচ্ছিলেন।

এনএসইএমএ-র মহাপরিচালক আব্দুল্লাহি বাবা আরা জানান, “মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৬০-এ পৌঁছেছে। গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।” শাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মুহাম্মদ বলেন, স্থানীয়রা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে সাহায্য করেন।

এছাড়াও দেখুন

বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে হংকংয়ের দিকে

বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় সুপার টাইফুন রাগাসা হংকং উপকূলের কাছাকাছি চলে এসেছে। এই টাইফুনের …