চলমান এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের বাজেভাবে হারের খবর পৌঁছে গেছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। দলের এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে তিনি ভারতকে হারানোর ‘মন্ত্র’ বলে দিয়েছেন এবং একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও আর্মি চিফ জেনারেল মুনিরকে খোঁচা মেরেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (সোমবার) কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান। এ সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ নিয়ে গণমাধ্যমকে আলিমা বলেন, ইমরান প্রস্তাব দিয়েছেন, “আর্মি চিফ জেনারেল মুনির এবং পিসিবির চেয়ারম্যান নাকভির পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত।”
এখানেই না থেমে তিনি আরও বলেন, ভারতকে হারাতে হলে আম্পায়ার হিসাবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইশা এবং মুখ্য নির্বাচন আধিকারিক সিকান্দার সুলতান রাজাকে রাখতে হবে। ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগারকে তৃতীয় আম্পায়ার হিসাবে দেখতে চান ইমরান।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান মনে করেন, নাকভির অযোগ্যতা এবং স্বজনপোষণই পাকিস্তান ক্রিকেটের এই দুর্দশার জন্য দায়ী। একইসঙ্গে তিনি বিশ্বাস করেন, গত বছর নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভরাডুবির কারণ জেনারেল মুনির। তার বিশ্বাস, প্রাক্তন প্রধান বিচারপতি ইশা এবং মুখ্য নির্বাচন আধিকারিক রাজার সাহায্যেই মুনির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন।