নিউজিল্যান্ডে নিজের দুই সন্তানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত নারী হাকইয়াং লি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আট ও ছয় বছর বয়সী দুই সন্তানকে ওষুধের অতিরিক্ত মাত্রা (ওভারডোজ) দিয়ে হত্যা করেন লি।
হত্যার পর তিনি তাদের মরদেহ প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে দুটি স্যুটকেসে ভরে রাখেন। নিহত শিশুদের বাবা ২০১৭ সালের শেষের দিকে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
২০১৮ সালে লি দক্ষিণ কোরিয়ায় চলে যান। কিন্তু ২০২২ সালে এক পরিবার অনলাইনে নিলাম থেকে একটি স্টোরেজ লকার কেনার পর সেখানকার দুটি স্যুটকেস থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে। এরপর দক্ষিণ কোরিয়া থেকে লিকে নিউজিল্যান্ডে ফেরত পাঠানো হয় এবং তার বিচার প্রক্রিয়া শুরু হয়।
বিচার চলাকালীন লি নিজেই নিজের পক্ষে লড়াই করেন, যদিও দুইজন আইনজীবী তাকে সহায়তা করেন। শুনানিতে জানা যায়, তিনি শুরুতে হত্যার অভিযোগ অস্বীকার করলেও পরে মানসিক অসুস্থতার কারণে সন্তানদের হত্যার কথা স্বীকার করেন।
আজ আদালতে রায় ঘোষণার সময় লি মাথা নত করে দাঁড়িয়ে ছিলেন এবং তার মুখে কোনো অভিব্যক্তি দেখা যায়নি। রায় ঘোষণার পরও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। মামলার শুনানি শেষে প্রসিকিউশন বা ডিফেন্স—কোনো পক্ষই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেনি।