বৃহস্পতিবার , সেপ্টেম্বর ২৫ ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, “আজ দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে।” তিনি আরও জানান, যেসব স্থানে মিছিলের প্রস্তুতি চলছিল, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এছাড়াও দেখুন

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, শিবিরকে নিয়ে যা বললেন নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে ছাত্রদলের সহ-সভাপতি …